Wednesday, February 12, 2025

নখদন্তহীন বাঙালি

 


আমি
বঙ্গমাতার নিরীহ সন্তান আমার নখ নেই দাঁত নেই

সেই কবে ভেঙেছে কোমর সোজা হয়ে দাঁড়াবার শক্তি নেই

আমরা বরাবরই এমন পড়ে পড়ে মার খাই, মার খেয়ে হাসি

কেবলাকান্ত সম, আমরা বঙ্গমাতার নিরীহ সন্তান।

 

সেই কবে এক বাঙালি জন্মেছিল ভুল করে এই নিরীহ দেশে

সৌম্য কান্তি দীপ্ত চেহারা, ব্যাঘ্রসম গর্জন

সাড়ে ফুটের পাকিস্তানি  কলিজা উঠেছিল কেঁপে

কেমন করে সয় বল, আহারে  তমুদ্দিনী ভাইয়েরা আমার

কলেমার সাথী, মোছো ভাঙ্গো মোছো সমস্ত চিহ্ন তাহার

এদেশ মুজিব মুক্ত কর, প্রতিষ্ঠা করো দীন

আহারে  তমুদ্দিনী ভাইয়েরা আমার কলেমার সাথী

জিহাদ জিহাদ জিহাদ আনো শারিয়া, মেয়েদের ভর বস্তায়

আমার গর্ব আমার স্বপ্ন চাঁদ তারা পূর্ব পাকিস্তান।

No comments:

Post a Comment