টাকায় যদি হয় বড়লোক
জ্ঞান গরিমায়
হয়টা কি?
হোক না
স্বভাব যেমন তেমন
ব্যবহারের
ধার ধারে না
সবার
মুখে তাও বড়লোক
ভুষনে তার
দারুন চমক ||
কোন সে
পথে এলো টাকা
সাদা নাকি
সে পথ কালো?
কয়টা ঘরে
আগুন জেলে
ভরলো
যে তার টাকার ক্ষুধা
কেউ তা
শুধায় না, শুধু
টাকার পায়ে
সালাম ঠোকে ||
বাংলা
বল বাংলা শেখো
বিত্তবান
বল তাকে
ধনী সেজন
মানো তাকে
নয় সে বড়লোক ॥
সত্যিকারের
বড় যে সে
নিজেরে
বড়ই ছোট ভাবে
নাই
গর্ব নাই অহংকার
অসহায়ের
ব্যথায় মলিন
হৃদয়টা
তার দুঃখে ভরা॥
নম্রতায়
ভদ্রতায় নেইকো
সমান কোথাও
যে তার,
না থাক
বিত্ত নাই বা বৈভব
তবু আপনি
মাথা আসে নুয়ে
তাহার
দেখা পেলে পরে॥