Sunday, July 7, 2024

রক্তের টান

 



রক্ত কথা বলে শুনেছি বহুবার, রক্তের টান,

বহুজনে হেলায় আউড়ে যায় অভ্যাসের বশে নিরন্তর

অর্বাচীনের অসংলগ্ন প্রলাপ সে কথা, আমার মনে হয়।

 

মানুষের রক্ত লাল আর তার নেই কোন পরিচয়

আত্মার বন্ধনে বাঁধে না সে তো

কেউ নয় আত্মার আত্মীয়

কেউ নয় সাত জনমের সাথী

সম্পর্কের তার গুলো বাঁধা থাকে স্বার্থের সুতোয়

দুঃখের দহন দিনে হয় তার নিরিখ,

মজবুত থেকে মজবুত বাঁধন ছিঁড়ে যায়,

বুকের রক্ত ঝরিয়ে নির্মম অবলীলায়

অনায়াসে, পরম নির্ভরতার বেদী ভেঙ্গে, চুরমার করে।

 

আবার দেখেছি ঘন বরষার প্লাবনে, দুর্যোগের ঘনঘোর

সম্পূর্ণ  অচেনা অজানা কেউ এসে দাঁড়িয়েছে পাশে

বারে বারে, জীবনের ঘাটে ঘাটে দেখেছি,

বলেছে কিসের ভয় বন্ধু, আমি তো আছি

নির্ভয়ে দেখো না আর একবার

এ জীবন অনন্ত বন্ধু, ভালবেসে, নির্ভয়ে।