Wednesday, April 9, 2025

সবজির দাম কম

 


দুধে ভাতে বাঙালি এখন সবজিময় বাঙালি নৃত্য কর

ওরে তোরা ডুগডুগি বাজা সাধের লাউ, সবজির দাম কম।


আহারে সোনার বাংলা আজো কি তোমায় ভালবাসে কেউ?

রঙ্গিন স্বপ্নগুলো কখন যে গেছে উড়ে, সবুজ প্রান্তর হয়েছে

ধুসর মরুভূমি, শতেক নদীরা গেছে বালুকায় হারিয়ে, খাল বিল।

ওড়ে চিল , ওড়ে শকুন দিকে দিকে গৃধগ্নুর মহা উল্লাস

কাজ নেই শ্রমিকের, কারখানাটাও বন্ধ, ঘরে চাল নেই

সবজির দাম কম, হিমঘর বন্ধ পড়ে, আহারে সবজি!

শুধু প্রতিশ্রুতি, মিথ্যা আশ্বাস, ছলনার নির্লজ্জ বেসাতি

রাস্তায় নামলেই অঘটন, ছিনতাই, ধর্ষণ, গুম খুন।


সারা দেশটাই যেন যুদ্ধক্ষেত্র আজ, আনাচে কানাচে।

সবজির দাম কম, আহারে সবজি! সাধের লাউ, বাজারে ডুগডুগি।