একটা
জীবন কাটিয়ে গেলাম
তোমার
সাথে সুরঞ্জনা।
একই
ছাদের নিচে
চারদেয়ালের
ঘেরে।
আজকে
আমায় বলছো তুমি
আমায়
তুমি চিনলে না?
কেমন
করে চিনবে বলো?
সীমার
মাঝে অসীম আমি,
লুকিয়ে
আছো অসীম তুমি।
বাইরে
দিয়ে যায় যা দেখা
নয়
সে আমি নয় সে
তুমি।।
প্রতিদিনের
খেলাঘরে
মান-অভিমান থাক
না ভরে।
কোনটা
আসল কোনটা নকল
হাজার
অনুভূতির মাঝে
জট পাকিয়েই থাক না সেযে।।
হিসেব করে লাভ কি
বল
বড় বড় দুঃখঃ
গুলো্?
একটা
ছোট্ট সুখের স্মৃতি
একটা ছোট্ট মিষ্টি
শপথ,
বুকের
মাঝে জাগিয়ে রেখে
দিই না পাড়ি
বাকিটা পথ?