নাহি
ভয় পাবে আশ্রয়, পাবে
পরিত্রান।
সেইতো
ঈশ্বর, আর কিসে ভয়?
নাও
তার নাম, সে যে
মহাআশ্রয়।।
আরে
আরে একি কথা?
যাবে
জাহান্নামে নিশ্চিত জেনো
ঈসা
সে তো পয়গম্বর বই
তো নয়!
করো
আল্লাহর ভয়, করো তওবা,
আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ।।
রাখো
রাখো একি কথা বল
সবে
বুদ্ধই
একমাত্র গতি মনে রেখো।
ভজো
বুদ্ধ, স্মরো বুদ্ধ, বুদ্ধই গতি,বুদ্ধেই ত্রাণ।
করো
বুদ্ধেই মন প্রাণ সমর্পণ,
যদি
চাও সত্যিই পরিত্রান।।
কিইযে
বলো, তোমরা কি গেলেই ভুলে
সর্বধর্মের
মহা ধর্ম সেযে সনাতন
ধর্ম ।
আদি
ও অকৃত্তিম যা আছে আবহমানকাল
সেই
সৃষ্টির শুরু থেকে, মহাশান্তির
বাণী বয়ে
সকল
ধর্মের মাতৃসম, সেই তো আদি
ধর্ম।।
মৃদু
হেসে বলে আমার বন্ধু
বাহাই
তর্ক
করো নাকো ভাই, তর্কে
কি হয় বিশ্বাস?
কি হবে সেই পুরাতন
নথি ঘেঁটে?
একেবারে
তাজা, মাত্র দেড়শ বছর
এটাই
হল সর্বশ্রেষ্ঠ ধর্ম, ভেবে দেখো ভাই।।
আমি
হতভাগা নই বিদ্বান,
শুধু
চেয়ে চেয়ে দেখি,
কুলীন
কুলে জন্ম তাদের, কুলীন
তাদের বংশ
চলে
গির্জায়, মসজিদে, আর মন্দিরে পরমহংস।
আমার
জন্মের নেই ইতিহাস,
কে আমার জনক, কে
বা জননী!
অনেক
ভেবেও পাইনা ভেবে
আমার
কি হবে গতি?
কেমন
করে জানব আমি
আমার
কি হবে ত্রাণ?