Tuesday, September 30, 2025

মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যুতে

 

আর কবে ভোর হবে?

এ কেমন অনন্ত অমানিশা?

শুনেছি অন্ধকার গভীর হলে তখনই সূর্য ওঠে

আর কত গভীর হবে অন্ধকার?


অশ্রুর সাগরে ভেসে যাক এ অসভ্য দেশ

আর তাদের তাবেদার চাটুকার।

উচ্ছন্নে যাক সুশীল সমাজ

লোভি অমানুষ স্বার্থান্বেষী মহল।


আবার গড়বে নতুন দেশ এক

বাংলার কৃষক শ্রমিক মজুর

আমি মেলে আছি অনিদ্র দুটি চোখ

হবে ভোর, নিশ্চই হবে ভোর।