নৃশংস শ্বাপদের
হিংস্র থাবায়
আজ আবার রক্তাক্ত
আমার মায়ের শরীর।
আমি কেমন করে
ফিরব ঘরে,
শূন্য গৃহ খাঁ
খাঁ করে।
আমার রজনি নিদ্রাবিহীন
আমি পারিনি
বাঁচাতে আমার বোনের সম্ভ্রম
আমার ব্যর্থতা
আমার পরাজয়।
খাল কেটে আমি
এনেছি কুমির
অন্ধ বিদ্বেষ
বেঁধেছে আমার চোখে ঠুলি
আমি হায়েনা
কে এনেছি ডেকে বন্ধু ভেবে
পৈশাচিক হাসি
শুনি দিগ্বিদিক
আজ আবার বলবো
আমি,
তুমি আমার মাদুর
থেকে নামো,
তুমি বাংলা
ছাড়ো।
No comments:
Post a Comment