Thursday, February 6, 2025

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম

 

ভাঙ্গ নি ঘর, তোমরা তো ভেঙ্গেছ হৃদয় আমার

রক্ত তো ঝরবেই।

কেঁদেছি অনেক, আর নয় এবার প্রস্তুত হও

আবার হিংস্র শ্বাপদের থাবায় লন্ডভন্ড আমার মাতৃভূমি

আমার জন্মভূমি আজ আমার লজ্জা

তবু আমার বৃদ্ধ শোনিতে আজও ওঠে ঝড়

কোথায় বাংলার যুবক, কোথায় তরুণী বাংলার?

কবি বলেছিল, এখন যৌবন যার তারই তো সময় যুদ্ধে যাবার।



আর কতদিন বসে রবে আরেকটি মুজিবের প্রতীক্ষায়?

মুজিব নেই আছে তো বাণী, তবে কিসের প্রতীক্ষা?

ভাঙ্গ ঘুম কাটাও স্থবিরতা, যার যা কিছু আছে তাই নিয়ে চল না

চল না আর একবার ঘরে ঘরে দুর্গ গড়ে তুলি,

যারা মুছে ফেলতে চায় একাত্তর চল না তাদের বলি

কেমন করে নিশ্চিহ্ন করবে তাকে যার বাস আমার হৃদয়ের গভীরে

চল না বলি, যতবার তোমরা একাত্তরের চেতনার উপর করবে আঘাত

ততবার ফিরে ফিরে আসবে মুজিবর রহমান।





No comments:

Post a Comment