Thursday, February 20, 2025

Truth? What Truth?

Man is not a rational animal but a rationalizing one; not logic but emotion controls him, and he employs logic to support and strengthen his belief whatever that may be. Stories control his emotions; some shrewd individuals calling themselves prophets told unassuming masses stories; the more improbable those stories are, the more powerful they work. Lord Rama crossed the ocean and fought ten-headed Ravana with armies of monkies, Jonah lived in the belly of a fish and survived, Jesus walked on waters, Muhammad journeyed to heaven on an ass having wings, and those stories still rule humans.

Religions are said to spread love, but they preach hate against those who have different beliefs. Do they thrive on hate? You bet! Oh my dear God, what an animal have you created!

Wednesday, February 12, 2025

নখদন্তহীন বাঙালি

 


আমি
বঙ্গমাতার নিরীহ সন্তান আমার নখ নেই দাঁত নেই

সেই কবে ভেঙেছে কোমর সোজা হয়ে দাঁড়াবার শক্তি নেই

আমরা বরাবরই এমন পড়ে পড়ে মার খাই, মার খেয়ে হাসি

কেবলাকান্ত সম, আমরা বঙ্গমাতার নিরীহ সন্তান।

 

সেই কবে এক বাঙালি জন্মেছিল ভুল করে এই নিরীহ দেশে

সৌম্য কান্তি দীপ্ত চেহারা, ব্যাঘ্রসম গর্জন

সাড়ে ফুটের পাকিস্তানি  কলিজা উঠেছিল কেঁপে

কেমন করে সয় বল, আহারে  তমুদ্দিনী ভাইয়েরা আমার

কলেমার সাথী, মোছো ভাঙ্গো মোছো সমস্ত চিহ্ন তাহার

এদেশ মুজিব মুক্ত কর, প্রতিষ্ঠা করো দীন

আহারে  তমুদ্দিনী ভাইয়েরা আমার কলেমার সাথী

জিহাদ জিহাদ জিহাদ আনো শারিয়া, মেয়েদের ভর বস্তায়

আমার গর্ব আমার স্বপ্ন চাঁদ তারা পূর্ব পাকিস্তান।

Saturday, February 8, 2025

Burn, Bangladesh, burn


 

Give it back to them, give it back to them.

No, I never said no to violence.

Moments to stand ground

Moments to fight back.

Moments to love, moments to hate

Hate like the fire of a sun

To burn, to burn, to burn.


If you don’t burn the stinky waste

Where to keep the flowers of fragrance?

If you don’t cut the hands of the Evil

How would you save the one you love?


Burn Bangladesh, burn

‘Ts time for you to burn

Burn with the fire of thousand suns

Burn with the anguish of the mother

Lost her child a moment ago.

I’m not the poet of love

I’m the poet of hate

Burn Bangladesh burn.



Give it back to them, give it back to them.

Thursday, February 6, 2025

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম

 

ভাঙ্গ নি ঘর, তোমরা তো ভেঙ্গেছ হৃদয় আমার

রক্ত তো ঝরবেই।

কেঁদেছি অনেক, আর নয় এবার প্রস্তুত হও

আবার হিংস্র শ্বাপদের থাবায় লন্ডভন্ড আমার মাতৃভূমি

আমার জন্মভূমি আজ আমার লজ্জা

তবু আমার বৃদ্ধ শোনিতে আজও ওঠে ঝড়

কোথায় বাংলার যুবক, কোথায় তরুণী বাংলার?

কবি বলেছিল, এখন যৌবন যার তারই তো সময় যুদ্ধে যাবার।



আর কতদিন বসে রবে আরেকটি মুজিবের প্রতীক্ষায়?

মুজিব নেই আছে তো বাণী, তবে কিসের প্রতীক্ষা?

ভাঙ্গ ঘুম কাটাও স্থবিরতা, যার যা কিছু আছে তাই নিয়ে চল না

চল না আর একবার ঘরে ঘরে দুর্গ গড়ে তুলি,

যারা মুছে ফেলতে চায় একাত্তর চল না তাদের বলি

কেমন করে নিশ্চিহ্ন করবে তাকে যার বাস আমার হৃদয়ের গভীরে

চল না বলি, যতবার তোমরা একাত্তরের চেতনার উপর করবে আঘাত

ততবার ফিরে ফিরে আসবে মুজিবর রহমান।