Friday, June 28, 2024

প্রতীক্ষা

 


এই চেয়ারে একদিন বসব কোনদিন ভাবিনি তা,

বারান্দার উত্তর কোণে যেখানে অপরাহ্নে বটগাছের

ছায়াটা লম্বা হয়ে আসে আর আচমকা দক্ষীনা

বাতাস এসে মাধবীলতার ঝোঁপে দোল দিয়ে যায়,

নিঃসঙ্গনিয়ম করেপ্রায় প্রতিটা দিন।

 

এইতো সেদিনকার কথা দাদুকে দেখেছি

ঠিক এই চেয়ারটায় বসাহাত নেড়ে মৃদু হেসে

চশমার ফাঁক দিয়ে এই তো সেদিন,

ছানি পড়া চোখের মৃয়মান দৃষ্টি দিয়ে

ছুটেখেলার মাঠে যাওয়ার পথে দেখেছি আড়চোখে।

 

কেমন করে কাটিয়ে দেয় মানুষ

বসে বসে এক চেয়ারে দিনের পর দিন।

ভেবেছি ছোটা পথে কখনো কখনো,তবে,

বেশিক্ষণ সে ভাবনা থাকতো না মাথায়,

কি চঞ্চল ছিল এই পৃথিবীটা দুরন্ত অস্থির

 

এখন সময় কেমন যেন স্পন্দনহীন,

কিছুই ঘটে না তেমনদিনের পর দিন

কেটে যায় দিন, শুধু সূর্যাস্ত, অন্তহীন,

শুধু অর্থহীন অপেক্ষা দাদুর পুরানো চেয়ারে

কবে আসে নেমে শেষ সূর্যাস্ত,

কৈশোরের আঙিনায়বার্ধক্যের অপরাহ্নে।

 

No comments:

Post a Comment