Saturday, August 23, 2025

শ্রদ্ধাঞ্জলি

 


বিভূরঞ্জন সরকারের মৃত্যুতে কেন আমার বুকের ভেতরটা মোচড় দেয়?

আমি তো তাকে চিনতামই না।

তার জীবনের দুঃখগুলো আমাকে কোনদিন স্পর্শ করেনি

আমরা ছিলাম স্বতন্ত্র পৃথিবীতে, তবু এক অদৃশ্য সুতোয় বাঁধা

যা আজ হয়েছে দৃশ্যমান আপনার মৃত্যুতে।



সব মৃত্যুই মৃত্যু নয়, কিছু মৃত্যু মানুষকে অমরত্ব দেয়, করে তোলে মহামানব।

এই যারা দশ বিশ চল্লিশ বছরের আয়েশের জন্য জীবনটাকে বিক্রি করে

সেই স্বল্প সুখের বিনিময়ে তারা কেনে অনন্তকালের ঘৃণা আর অভিশাপ।

চল্লিশ বছরের যন্ত্রণা দিয়ে আপনি কিনলেন অনন্তকালের শ্রদ্ধা আর ভালোবাসা।



জীবন আপনাকে যা দেয়নি মৃত্যু তা দিয়েছে।

যমুনার শিতল জল মুছে দিয়েছে আপনার সকল যন্ত্রণা, দুঃখ, বেদনা

আমি আপনার কথা ভাববো আমার হৃদয়ের অন্তস্থলে

আমি আপনাকে বাঁচিয়ে রাখবো, কথা দিলাম।



জীবনে আপনাকে আমি চিনি নি, মরণে আপনি আমার পরম আত্মীয়,

আপনি থাকবেন আমার প্রথম সূর্যের অনুপ্রেরণা হয়ে।

আপনি থাকবেন আমার প্রতিদিনের প্রার্থনায়

আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি হয়ে আমার জীবনে

এ আমার দীপ্ত শপথ, এ আমার শ্রদ্ধার অঙ্গীকার, এ আমার ব্যর্থতার উপহার।

No comments:

Post a Comment