Monday, January 26, 2026

নরকের কীট

 

বিধাতার আপন হাতে তৈরি এক আশ্চর্য নমুনা হে তুমি, মোহাম্মদ ইউনুস!

তোমার সৃষ্টিতে বিধাতা চেয়েছিলেন ইবলিশের এক মানব প্রতিরূপ গড়তে

তাই সভ্যতার ন্যূনতম প্রকাশ, স্নেহ, মায়া, ভালবাসা, লজ্জা, , শিষ্টতা

সমস্ত গুণাবলী সযতনে সরিয়ে রেখেছিলেন প্রভু তোমার সৃষ্টির মুহূর্তে।


তুমি যে মুর্তমান প্রতীক হবে ধরায় অসুন্দরের

আত্মাহীন একক অনন্য মানুষের কদর্য নিদর্শন

সর্বজ্ঞ জ্ঞানী বিধাতার কিছুই তো অজানা নয়।

তিনি জানতেন তোমার মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ব তিনি যদি দিতেন

তাহলে নির্ঘুম কাটত তোমার রাতের পর রাত

যমুনার নরম বিছানায় শুয়ে দুঃস্বপ্নে ভেঙে যেত ঘুম বীভৎস আতঙ্কে,

জেগে থাকতে তুমি অনন্ত কাল পৃথিবীর বুকে অসত্যের অপদূত হয়ে,

রাতের পর রাত তোমার চোখের সামনে ভেসে বেড়াত লাশের পর লাশ।

সাদ্দামের স্ত্রীর ঝুলন্ত নথর দেহ, তার অসহায় শিশুর নিষ্প্রাণ শরীর।


ঈশ্বরের অনন্য সৃষ্টি তুমি বেঁচে থাকো লক্ষ দিন

যেন মানুষ চেনে কাকে বলে নরকের কীট, আর কতটা সে নির্মম জালেম !

Sunday, January 25, 2026

Superhuman

Two humans intrigued me all my life: Albert Einstein and Rabindra Nath Thakur. As a human being, Einstein was not perfect; notwithstanding, I call him the god of Science, and the other I call God of Beauty. In my darkest moment, I take shelter in Thakur, whom I refer to as gurudev. The person who had given so much love and light had to endure deep pain and insult throughout his life. Yet, despite all his glory, I would not trade my life with his, for God did not give me the strength that he gave gurudev to bear pain and stand firm amidst all adversities.