বিধাতার আপন হাতে তৈরি এক আশ্চর্য নমুনা হে তুমি, মোহাম্মদ ইউনুস!
তোমার সৃষ্টিতে বিধাতা চেয়েছিলেন ইবলিশের এক মানব প্রতিরূপ গড়তে
তাই সভ্যতার ন্যূনতম প্রকাশ, স্নেহ, মায়া, ভালবাসা, লজ্জা, ভয়, শিষ্টতা
সমস্ত গুণাবলী সযতনে সরিয়ে রেখেছিলেন প্রভু তোমার সৃষ্টির মুহূর্তে।
তুমি যে মুর্তমান প্রতীক হবে ধরায় অসুন্দরের
আত্মাহীন একক অনন্য মানুষের কদর্য নিদর্শন
সর্বজ্ঞ জ্ঞানী বিধাতার কিছুই তো অজানা নয়।
তিনি জানতেন তোমার মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ব তিনি যদি দিতেন
তাহলে নির্ঘুম কাটত তোমার রাতের পর রাত
যমুনার নরম বিছানায় শুয়ে দুঃস্বপ্নে ভেঙে যেত ঘুম বীভৎস আতঙ্কে,
জেগে থাকতে তুমি অনন্ত কাল পৃথিবীর বুকে অসত্যের অপদূত হয়ে,
রাতের পর রাত তোমার চোখের সামনে ভেসে বেড়াত লাশের পর লাশ।
সাদ্দামের স্ত্রীর ঝুলন্ত নথর দেহ, তার অসহায় শিশুর নিষ্প্রাণ শরীর।
ঈশ্বরের অনন্য সৃষ্টি তুমি বেঁচে থাকো লক্ষ দিন
যেন মানুষ চেনে কাকে বলে নরকের কীট, আর কতটা সে নির্মম জালেম !