আশির মোহনায় এসে মনে হয়
এইতো সত্তরেও ছিল যৌবন,
না হোক টগবগে দুরন্ত, তবু তো,
এখন কি শুধুই ভাটির টান
স্রোতহীন মরা নদীর বুকে?
মেয়েকে বলেছিলাম, মা অবেলায় স্নান করিসনে
ঠাণ্ডা লাগবে, সে হেসে বলেছিল বাবা আমি চল্লিশ।
আমার চোখে আজো কেন সে চার?
চোখ কি একেবারেই গেলো? কেন মনে হয়
হাতটা শক্ত করে ধরবে সে রাস্তা পেরোতে, আগের মতো?
এখন সে আমায় বলে, বাবা দাঁড়াও
কি জামা পরেছ বোতাম ছেঁড়া?
ছোট দিদাটাও বলে, নানা তুমি কিচ্ছু বোঝ না
বস তো চুপটি করে, এই রোদে কেউ বাইরে বেরোয়
মা এসে বকবে আমায়, দাঁড়াও ছাতাটা আনি।
কি বিচিত্র এই জগত সংসার, শুরু না হতেই শেষ
চোরা বালির উপর ইটের দালান, লোহার বরগা বৃথা
তারই মাঝে আস্ফালন জ্ঞানের গরিমায়, অর্থের অহংকারে!
স্রস্টার সাথে অর্থহীন প্রতিযোগীতা, মিথ্যা উল্লাস!
No comments:
Post a Comment