Tuesday, November 28, 2023

When are you enough?

 

Yesterday was such a day, the sun shining bright,

Birds crooning, breeze blowing, flowers dancing in the air.

You looked at your nice car, and the cozy house,

You felt so content, indeed you are enough!

 

Came a long way from the time you were

A struggling sole, walking on your tired legs,

In muddy water, and rain, just for a loaf of bread,

Or two; indeed, you came a long way!

 

But today, you don’t feel the same.

Your neighbor got a flashy car with a nice logo,

And though your car is still good and sturdy

It’s not good anymore, not enough!

 

It’s a new dawn, you have a shiny new car,

A better one by far! You feel the whole again,

What a joy to be one up on your neighbor!

Must Keep up with the Jonoses, always!

 

Your neighbor is not your neighbor anymore

But you feel unhappy; she moved to a bigger house,

In a better neighborhood with a pricy tag.

The neighbor who was not half as good as you?

 

The house that gave so much pleasure only yesterday

Today, all nooks and crannies stare at you.

Your neighbor is not your neighbor anymore

Yet she torments you, make you feel so little!

 

Where does it end, my friend, when?

How far shall you run; how hard shall you blow?

When are you enough my friend, when?

You’re not enough until you think you’re!

Saturday, November 11, 2023

At the gate of the heaven

 



At the gate of the heaven, the Lord Commands:

 “Stop. Answer a question before you step further.”

“Yes, my Lord?”

“Did you fight in the name of your Creator, when you saw injustice around you?”

“No, I did not. I was afraid. They were too strong.”

“Did you protest? Did you go out in the open and speak out?”

“No, I did not. I was afraid. Their army was everywhere.”

“Did you talk to your friends; did you tell them what you felt in your heart?”

“No, I did not. I was afraid. The walls had ears.”

“Then what did you do my child that you shall enter heaven?”

“For every oppressed brother and sister, I went out in the wilderness, 

Shed drops of tears, and cried aloud,

“I am too weak to speak out, but my Lord, please give 

Your Power to them who are strong to do Your work.”

The Lord Smiles, “Come, my child, Enter.”


Tuesday, November 7, 2023

কৃষ্ণগহভর

 


মৃত্যুকে আমি করিনা ভয় সে তো আসে

বন্ধুর মত তার কোমল শীতল স্পর্শ নিয়ে

সমস্ত যন্ত্রণা, ব্যর্থতার হাহাকার, গ্লানি

সব মুছিয়ে দিয়ে নিশ্চিন্তের মতো

মহাকালের গর্ভে চিরনিদ্রায় করাতে শয়ন।

 

আমি ভয় পাই জীবনকে, যার রূঢ় হাত

বারবার ছিনিয়ে নিয়ে গেছে আমার প্রশান্তির

ছোট্ট নীড়, সযত্নে গড়ে তোলা শান্তির আবাস।

গেছে সে ভেঙে বারবার ঝড়ের দুর্দান্ত প্রহসনে

আমার জীর্ণ কুটির অনায়াসে অবহেলে।

 

দেখেছি কি নির্মম তার  রুদ্র অট্টহাসি,

চোখের সামনে কোঠরাগত আঁখি, ছোট্ট নিষ্পাপ শিশু

ধুঁকে ধুঁকে মরেছে আমার অসহায় দৃষ্টির সামনে।

সবলের আঘাতে ভেঙেছে দুর্বলের শরীর বার বার

পথের ধুলায় মিশে গেছে তার করুন আকুতি।

 

তখন মৃত্যু এসে দিয়েছে দুহাত বাড়িয়ে

আয় ওরে কোলে আয়, আমি তো আছি।

আমিই নিয়তি আমিই ভবিষ্যৎ,

আমারি বুকের গভীরে মহাপ্রয়াণ

এখানেই অনন্ত জীবন, আমি কৃষ্ণগহভর।


Monday, October 30, 2023

Still Alive

 



With daylight ending and the sun setting over the blue ocean,

He looked at his garden, the prefect beauty that he created,

On this meadow, with the background of hillocks, intricate structures,

Trees, branches laden with fruits, flowers creating layers of colors,

Perfect with rows of fragrant roses, and myriad shrubs,

Color stolen from a rainbow, shifting in gentle breeze,

Eden on this very earth in the middle of mayhem, the world that is!

 

Just like his long life, carefully planned, neat and secure

Battles won, wars conquered, laurels earned with labor hard, and patience.

“So, life spent well, my job is done, time for a well-earned rest,”

With gratification written large on his smile, he bemused,

How nice it is to come to this moment in time!

 

And then he noticed the gathering clouds on the western sky

Which has covered the sun, taking the twilight away,

The thunders blaring, winds howling ever louder,

A tornado touched down over his field, right in front of his eyes.

His years of toil, his love, his pride, right in front of his eyes,

Gone, in a moment of rage of nature, so unnecessary.

He raised a fist and said, “Well, it’s not time then I guess, but I’m alive!”


Sunday, July 9, 2023

বড়লোক

 

টাকায় যদি হয় বড়লোক

জ্ঞান গরিমায় হয়টা কি?

হোক না স্বভাব যেমন তেমন

ব্যবহারের ধার ধারে না

সবার মুখে তাও বড়লোক

ভুষনে তার দারুন চমক ||

 

কোন সে পথে এলো টাকা

সাদা নাকি সে পথ কালো?

কয়টা ঘরে আগুন জেলে

ভরলো যে তার টাকার ক্ষুধা

কেউ তা শুধায় না, শুধু

টাকার পায়ে সালাম ঠোকে ||

 

বাংলা বল বাংলা শেখো

বিত্তবান বল তাকে

ধনী সেজন মানো তাকে

 নয় সে বড়লোক ॥

 

সত্যিকারের বড় যে সে

নিজেরে বড়ই ছোট ভাবে

নাই গর্ব নাই অহংকার

অসহায়ের ব্যথায় মলিন

হৃদয়টা তার দুঃখে ভরা॥

 

নম্রতায় ভদ্রতায় নেইকো

সমান কোথাও যে তার,

না থাক বিত্ত নাই বা বৈভব

তবু আপনি মাথা আসে নুয়ে

তাহার দেখা পেলে পরে॥

 

Thursday, June 29, 2023

শেষ চিঠি

এক সময় মনে হতো এই পৃথিবীটা আমি শুধরে দেবো

যত নিয়ম ভাঙ্গার নিয়ম আমি উপড়ে দেবো

সেকি বলগাহীন অন্ধ ঔদ্ধত্ব তারুণ্যের!

 

গড়বো নিজের মত করে, যা কিছু অসুন্দর করব সুন্দর তারে

টলাবো সৃষ্টিকর্তার আসন প্রচন্ড দম্ভ আর আত্ম গরিমায়।   

 

সেই যে কখনো ভেবেছিলাম, আত্ম অহংকারে ডুবে ছিলাম

আমার আমার করে জমিয়ে ছিলাম পৃথিবীর অসার জঞ্জাল।

আর তারই নেশায় বুঁদ হয়ে শক্তির খেলায় মেতেছিলাম

নিয়েছিলাম, দুহাত ভরে নিয়েছিলাম 

এখন জেনেছি হায় সেতো কিছুই আমার ছিল না ।

 

এখন আর সেসব ভাবনা মাথায় আসে না

মনে হয় বাকি দিনগুলো কেটে গেলেই হয় যএ তএ

না থাকুক তরঙ্গ তাতে, হোক না সে শান্ত ঝিলের চোখ।

একেই কি বলে বার্ধক্য, নাকি জ্ঞানের মহা পরিণতি?

 

ভেবেছি আমার আমিত্ব নিয়ে, গর্বে, অহংকারে, ভেবেছি,

বছরের পর বছর ভেবেছি, তবু বুঝিনি

যা কিছু পেয়েছি সবই দহন দানে, বুঝিনি

কিছুই আমার নয়, কখনোই বুঝিনি।

 

দুচোখ ভরে করেছি পান স্বর্গের অমৃতধারা,

না চাইতেই যারে পেয়েছি বিনা মুল্যে, বিনিময়ে

আমার অক্ষমতা আর সংকীর্ণতার গরল দিয়েছি ঢেলে,

জানি সব যাবে মহাকালের অন্ধকারে ধুয়ে, কালের অতল তলে

তৃপ্তি আমার সে যে, গভীর প্রশান্তি সুনিবিড়।

Saturday, February 18, 2023

Freedom

 


You may be right, 'll give that to you

and I may be wrong, give you that too.

But why can't I be I that I want to,

If I let you be what you want to?

 

You want me to fight your war

You want me to worship your God

You want me to die for your belief

What about my belief? My God? Or not?

 

Glory to thy freedom lofty thy word

Praise to thy right, I hold it with my all.

Treat thy neighbor as yourself, so you say

Why not practice what you preach?